add

নতুন নিয়মে জন্মনিবন্ধন


 শুরু হলো নতুন নিয়মে জন্মনিবন্ধন। জন্মনিবন্ধন করতে এখন থেকে যাদের  আইডি কার্ড নাই তাদের জন্মনিবন্ধন করার সময় পিতা ও মাতার জন্মনিবন্ধন লাগবে। যদি পিতা বা মাতার জন্মনিবন্ধন না থাকে তাহলে পিতা ও মাতার জন্মনিবন্ধন করে তারপর শিশুর জন্মনিবন্ধন করত হবে। জন্মনিবন্ধন দিয়ে কাজ করা যাবে আইডি কার্ডেরন মাত। যদি কারো একাদিন জন্মনিবন্ধন থাকে তাহলে দ্রুত নিবন্ধন কার্যালয় থেকে একটি রেখে অন্যগুলো ডিলেট করুন অন্যথায় আপনার সবগুলো জন্মনিবন্ধন অটোমেটিক ভাবে সার্ভার থেকে ডিলিট হয়ে যাবে  এবং আপনি আর কখনো জন্মনিবন্ধন করতে পারবেন না।

বর্তমানে নতুন জন্মবিন্ধনে একই পাতায় বাংলা ও ইংরেজিতে লিখা 

বি.দ্র. অতিশিগ্রই জন্মনিবন্ধনে ফিংগার যুক্ত হতে যাচ্ছে।

No comments

Powered by Blogger.